Posts

কর্জে_হাসানা হচ্ছে সুদের ভীরে হারানো প্রায় সুন্নাহ...

আমাদের অধিকাংশ  বক্তা বা লেকচাররা শুধুমাত্র  সুদকে হারাম ও সুদের ভয়াবহ পরিণাম সম্পর্কে  বলেই ক্ষ্যান্ত হয়ে বসে যান।  কিন্তু যে সমাজ আজ সুদ ছারা কোন ভাবেই চলছে না। সে সমাজকে কিভাবে সুদমুক্ত  করা যায়। তার বাস্তবমুখি ফিজিক্যালি কি ফর্মূলা  হতে পারে তা আমাদেরকে বলে যান না।  তাই সুদের বিরুদ্ধে যতই  ওয়াজ করেন আর বড় বড় লেকচার দেন তা আসলে বাস্তবিকই তেমন কোন পরিবর্তনের প্রভাব ফেলছে না। এ জন্যে # সুদকে শুধু  হারাম বলে চলে গেলেই কাজ হবে না।  সুদের বিকল্প অর্থায়ন  ব্যবস্থা   কি হতে পারে তার ফর্মূলাও দিতে হবে। তাহলেই সুদের ভয়াবহতা  থেকে #জনগণকে ফিরিয়ে আনা সম্ভব হবে।  সুদের বিকল্প  অর্থায়ন ব্যবস্থা করতে গেলে আমাদের সমাজে কর্জে হাসানা বা  উত্তম ঋণ  সামাজিক ভাবে চালু করতে হবে। আজ আমাদের সমাজে সুদ প্রতিষ্ঠিত  থাকায় কর্জে হাসানা বা উত্তম ঋণ  চালু নেই বললেই চলে। কিন্তু এটি হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ  সুন্নাহ,  যা আমরা আজ হারাতে বসেছি।  কর্জে হাসানা এমন একটি সুন্নাহ যা  কাউকে কোন টাকা...
Recent posts