Skip to main content

সুদ সম্পর্কে রাসূল সঃ এর হাদিস

 আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) হতে বণির্ত । 

নিশ্চই আল্লাহর রাসূল  (স:)

 (১) সুদ খোর , 

(২)সুদ প্রদান কারী , 

(৩) সুদী কারবারের স্বাক্ষী, এবং 

(৪)

সুদী চু্ক্তি লেখক  ( এই চার শ্রেনীর লোককে ) অভিশাপ দিয়েছেন।এবং বলেছেন এরা সবাই সমান।

 (হাদীস  - বুখারী ও মুসলিম)

এজন্যে সুদী সমাজের বিপক্ষে আমার শ্লোগান হচ্ছে-

সুদী সমাজ নিপাত যাক , 

ইসলামী সমাজ মুক্তি পাক।

আসুন সুদ মুক্ত সমাজ গড়ি