Skip to main content

গঠনতন্র

 আমাদের গঠনতন্ত্রের নীতিমালা সমূহঃ 

ধারা ১: 

এই সংগঠনের নাম হবে "কর্জে হাসানা  ম্যানেজমেন্ট ফোরাম  "


ধারা ২: আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য


ক) সমাজের মানুষের জরুরী প্রয়োজনে সুদমুক্ত ঋণদানের মাধ্যমে আর্থিক সমস্যার সমাধান করা।

খ)পুঁজিবাদী ও ভোগবাদী মানসিকতা পরিহার করে শুধুমাত্র মানুষের কল্যানের উদ্দেশ্যে একটি নির্দিষ্ট সময়ের জন্য ঋণদান করা।

গ) ধারাবাহিক ভাবে সক্ষমতা অর্জনের মাধ্যমে সুদভিত্তিক অর্থনীতির বিকল্প সৃষ্টি করা।

ঘ)সুদের কুফল থেকে সমাজকে রক্ষা করা।

ঙ)সমাজে ইসলামের অর্থনৈতিক অনুপম বাস্তব সমাধান তুলে ধরা।


 কর্জে হাসানা ফোরামে সদস্য  হতে চাইলে করণীয়ঃ 

ধারা ৩ঃ 

সর্বনিম্ন  ৬ হাজার টাকা  সঞ্চয় রাখতে হবে।আর সর্বোচ্চ  ৬ হাজার টাকার  উপরে আপনি যতখুশি  রাখতে পারেন।

ধারা ৪ঃ 

সঞ্চয়কৃত টাকা দুই বছরের ভিতর ফিরিয়ে নিতে পারবেনা। 

ধারা ৫ঃ 

কেউ যদি সঞ্চয়কৃত টাকা  দুই বছরের পূর্বে সেচ্চায় ফিরিয়ে নিতে চায় তাহলে তার সদস্য পদ বাতিল  ঘোষণা  করা হবে। 

ধারা ৬ঃ  

ফোরামের পরামর্শে কেও  যদি সাময়িক অব্যহতি নিতে চায় নিতে পারবে।

ধারা ৭ঃ  

সঞ্চয়ের  সর্বনিম্ন  ৬ হাজার টাকা ইচ্ছে করলে একলিন পরিশোধ  করতে পারবে। অথবা প্রতিমাসে  ৫০০ টাকা কিস্তিতে পরিশোধ  করতে পারবে। 

ধারা ৮ঃ

কর্জে হাসানা  ফোরাম কর্তৃপক্ষের  যেসব  শর্তাবলি আছে সবগুলি শর্তই বিনা শর্তে মেনে নিতে হবে।