Skip to main content

আমাদের কার্যক্রম

 কার্যে হাসানা ম্যানেজমেন্ট ফোরাম     গ্রুপ।

এটি একটি সুদমুক্ত আর্থ-সামাজিক সেবা কার্যক্রম পরিচালনাকারি অনলাইন বেজড গ্রুপ। 

এই গ্রুপে আমরা সবাই সমাজকে সুদমুক্ত অর্থনীতি ও কর্যে হাসানা ভিত্তিক একটি সুন্দর ও কল্যাণমুখি সমাজ গঠনের চেষ্টা করব ইনশাআল্লাহ। 


আমরা আমাদের প্রথম উদ্যোগ  হিসেবে কর্যে হাসানা ম্যানেজমেন্ট ফোরাম  চালু করেছি।

তাই  আমাদের প্রথমে কিছু সদস্য সংগ্রহ  করতে হবে। 

প্রথমত আমরা কর্জে হাসানা ম্যানেজমেন্ট ফোরাম  এর সদস্য হব। প্রত্যেক সদস্য প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করব। আনুমানিক তিন থেকে পাচ হাজার টাকা সংগ্রহ  হলে আমরা সে টাকা সদস্য  বা সমাজের কেউ ইমার্জেন্সি প্রয়োজনে ধার বা কর্যে হাসানা দিব।


আমাদের 

থিম স্লোগানঃ

আসুন সুদকে বর্জন করি,

ব্যবসাকে আকড়ে ধরি,

কর্জে হাসানা চালু করি।

হালাল পথে সমাজ গড়ি।

#কর্জে_হাসানা_ম্যানেজমেন্ট_ফোরাম