কর্জ মানে হলো ঋণ, ধার। আর হাসানাহ্ অর্থ হলো উত্তম। উভয়ে মিলে অর্থ হয় উত্তম ঋণ। শরিয়াতের পরিভাষায় কাউকে ঋণ দেয়ার পর তার উপর অতিরিক্ত কোনো অর্থ বা সেবা গ্রহণ না করে হুবহু প্রদত্ত ঋণ ফেরত নেওয়াকে কর্জে হাসানাহ্ বলে। কর্জে হাসানাহ্ টাকা বা পণ্য উভয়ই হতে পারে। ঋণ বা কর্জের উপর অতিরিক্ত কিছু নেয়া হলো সুদ, যা স্পষ্টত হারাম। এমনকি এতে বাহবা, কৃতিত্ব বা সুনাম অর্জন করার জন্যও তা করা যাবে না। সমপরিমাণ ফেরত দেওয়ার শর্তে কাউকে নিধার্রিত সময়ের জন্য কিছু ব্যবহার করতে দেওয়ার নাম ঋণ বা কর্জে হাসানা।
কর্জ-এ হাসানাহ ম্যানেজমেন্ট ফোরাম একটি ইসলাম ধর্মভিত্তিক সেবামূলক সর্বদলীয় সংগঠন। সমাজের কল্যান এবং মানুষের আর্থিক সমস্যার সমাধান করে সুদ মুক্ত সমাজ গঠনের অংগিকার।