Skip to main content

Posts

Showing posts from July, 2022

কর্জে_হাসানা হচ্ছে সুদের ভীরে হারানো প্রায় সুন্নাহ...

আমাদের অধিকাংশ  বক্তা বা লেকচাররা শুধুমাত্র  সুদকে হারাম ও সুদের ভয়াবহ পরিণাম সম্পর্কে  বলেই ক্ষ্যান্ত হয়ে বসে যান।  কিন্তু যে সমাজ আজ সুদ ছারা কোন ভাবেই চলছে না। সে সমাজকে কিভাবে সুদমুক্ত  করা যায়। তার বাস্তবমুখি ফিজিক্যালি কি ফর্মূলা  হতে পারে তা আমাদেরকে বলে যান না।  তাই সুদের বিরুদ্ধে যতই  ওয়াজ করেন আর বড় বড় লেকচার দেন তা আসলে বাস্তবিকই তেমন কোন পরিবর্তনের প্রভাব ফেলছে না। এ জন্যে # সুদকে শুধু  হারাম বলে চলে গেলেই কাজ হবে না।  সুদের বিকল্প অর্থায়ন  ব্যবস্থা   কি হতে পারে তার ফর্মূলাও দিতে হবে। তাহলেই সুদের ভয়াবহতা  থেকে #জনগণকে ফিরিয়ে আনা সম্ভব হবে।  সুদের বিকল্প  অর্থায়ন ব্যবস্থা করতে গেলে আমাদের সমাজে কর্জে হাসানা বা  উত্তম ঋণ  সামাজিক ভাবে চালু করতে হবে। আজ আমাদের সমাজে সুদ প্রতিষ্ঠিত  থাকায় কর্জে হাসানা বা উত্তম ঋণ  চালু নেই বললেই চলে। কিন্তু এটি হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ  সুন্নাহ,  যা আমরা আজ হারাতে বসেছি।  কর্জে হাসানা এমন একটি সুন্নাহ যা  কাউকে কোন টাকা...

আমাদের কার্যক্রম

 কার্যে হাসানা ম্যানেজমেন্ট ফোরাম     গ্রুপ। এটি একটি সুদমুক্ত আর্থ-সামাজিক সেবা কার্যক্রম পরিচালনাকারি অনলাইন বেজড গ্রুপ।  এই গ্রুপে আমরা সবাই সমাজকে সুদমুক্ত অর্থনীতি ও কর্যে হাসানা ভিত্তিক একটি সুন্দর ও কল্যাণমুখি সমাজ গঠনের চেষ্টা করব ইনশাআল্লাহ।  আমরা আমাদের প্রথম উদ্যোগ  হিসেবে কর্যে হাসানা ম্যানেজমেন্ট ফোরাম  চালু করেছি। তাই  আমাদের প্রথমে কিছু সদস্য সংগ্রহ  করতে হবে।  প্রথমত আমরা কর্জে হাসানা ম্যানেজমেন্ট ফোরাম  এর সদস্য হব। প্রত্যেক সদস্য প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করব। আনুমানিক তিন থেকে পাচ হাজার টাকা সংগ্রহ  হলে আমরা সে টাকা সদস্য  বা সমাজের কেউ ইমার্জেন্সি প্রয়োজনে ধার বা কর্যে হাসানা দিব। আমাদের  থিম স্লোগানঃ আসুন সুদকে বর্জন করি, ব্যবসাকে আকড়ে ধরি, কর্জে হাসানা চালু করি। হালাল পথে সমাজ গড়ি। #কর্জে_হাসানা_ম্যানেজমেন্ট_ফোরাম

আমাদের সফলতা

 সামষ্টিক উত্তোলিত সঞ্চয় থেকে   এ পর্যন্ত  আমারা ১৭ বার কর্জে হাসানা দিয়েছি। যা সামষ্টিক ভাবে  আমরা গত এক বছরে  সঞ্চয়কৃত  ২৭৫০০ টাকা থেকে মোট ৪৫০০০  টাকার মত    কর্জে হাসানা দিয়েছি। যা ক্ষুদ্র একটি ফান্ড এর জন্য অনেক বড় একটি অর্জন। #আলহামদুলিল্লাহ 

সুদ সম্পর্কে রাসূল সঃ এর হাদিস

 আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) হতে বণির্ত ।  নিশ্চই আল্লাহর রাসূল  (স:)  (১) সুদ খোর ,  (২)সুদ প্রদান কারী ,  (৩) সুদী কারবারের স্বাক্ষী, এবং  (৪) সুদী চু্ক্তি লেখক  ( এই চার শ্রেনীর লোককে ) অভিশাপ দিয়েছেন।এবং বলেছেন এরা সবাই সমান।  (হাদীস  - বুখারী ও মুসলিম) এজন্যে সুদী সমাজের বিপক্ষে আমার শ্লোগান হচ্ছে- সুদী সমাজ নিপাত যাক ,  ইসলামী সমাজ মুক্তি পাক। আসুন সুদ মুক্ত সমাজ গড়ি 

কর্জে হাসানাহ্ ম্যানেজমেন্ট কি ?

 ক র্জ মানে হলো ঋণ, ধার। আর হাসানাহ্ অর্থ হলো উত্তম। উভয়ে মিলে অর্থ হয় উত্তম ঋণ। শরিয়াতের পরিভাষায় কাউকে ঋণ দেয়ার পর তার উপর অতিরিক্ত কোনো অর্থ বা সেবা গ্রহণ না করে হুবহু প্রদত্ত ঋণ ফেরত নেওয়াকে কর্জে হাসানাহ্ বলে। কর্জে হাসানাহ্ টাকা বা পণ্য উভয়ই হতে পারে। ঋণ বা কর্জের উপর অতিরিক্ত কিছু নেয়া হলো সুদ, যা স্পষ্টত হারাম। এমনকি এতে বাহবা, কৃতিত্ব বা সুনাম অর্জন করার জন্যও তা করা যাবে না। সমপরিমাণ ফেরত দেওয়ার শর্তে কাউকে নিধার্রিত সময়ের জন্য কিছু ব্যবহার করতে দেওয়ার নাম ঋণ বা কর্জে হাসানা।

কর্জে হাসানা কন্টাক্ট লিষ্ট

 কর্জে হাসানা ফান্ট সদস্যদের  কন্টাক্ট  নাম্বার : 1/ @Israfil Hossain  +8801946-284621 2/ @Sojib Hossain +8801305-850565 3/@Rased bin jafar +8801634-402364 4/@Akram Ars Hossain 01810-823398 5/@Solaiman Hossain +8801923-955648 6/@Alamin Hossain 01946-656726 7/@Md Muksed Hossin 01913-130176 8/@Md Shakil Mridha   +8801877-680458 9/@Mokaddim Hossain  01614636621 10/ @Engr AR Asad 01633722077 11/@Belayet Hossain Biltu 01538-361450 12/@MD Masod Rana 01978-016250 13/@Masum Hossin Momin  01304980025 14/@Md Badsha Hossain 01405-266774 15/@Rafi Ahmed  01780464065 16/ shakil :01906555883 Aminor # 01638296608